রাকআত সংখ্যা বাড়িয়ে এবং কিরআত লম্বা না করে সালাত দীর্ঘ করার নিয়তে আট রাকআত এর বেশি আদায় করা যাবে কি?

প্রশ্ন: রাসূলুল্লাহ (সা.) থেকে আট রাকআত তারাবীহ প্রমাণিত। রাকআত সংখ্যা বাড়িয়ে এবং কিরআত লম্বা না করে সালাত দীর্ঘ করার নিয়তে আট রাকআত এর বেশি আদায় করা যাবে কি?

জবাব : নবী (সা.)-এর পবিত্র সুন্নাত ও ‘আমল অনুযায়ী তারাবীর সালাতে রাকআত সংখ্যা প্রমাণিত, যা বিতরসহ এগারো বা তেরো রাকআত ছিল (সহীহুল বুখারী— হা. ৩৫৬৯)। এই রাকআত সংখ্যার উপর প্রতিষ্ঠিত থাকার মধ্যে কল্যাণ রয়েছে।

তবে রাসূল (সা.)-এর কওলী হাদীস দ্বারা রাতের সালাতের রাকআত সংখ্যা নির্ধারিত হয়নি। তিনি শুধু দুই দুই রাকআত পড়ার কথা বলেছেন, এবং রাত শেষ হয়ে যাওয়ার পূর্বে এক রাকআত বিতর আদায় করার তাগিদ দিয়েছেন (সহীহ মুসলিম— হা. ৭৪৯)।

সালাফদের থেকে আট রাকআতের বেশি পড়ারও প্রমাণ পাওয়া যায়। সেই হিসেবে আপনি কিরআত লম্বা বা খাটো করে, ইচ্ছামত আট রাকআতের বেশি পড়তে পারেন, তবে সুন্নাত পালন করাই উত্তম।

পোষ্ট করেছেন: Raytur Rahaman Riyad ( রাইতুর রহমান রিয়াদ )

নবীনতর পূর্বতন